ঝালকাঠিতে নারী মাছ বিক্রেতাকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে মোসা. তাসলিমা বেগম তাজু (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাঁঠালিয়া বাসস্ট্যান্ডের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তাসলিমা বেগম তাজু কাঁঠালিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নদী ও খাল বিলের বিভিন্ন প্রজাতির তাজা মাছ ক্রয় করে তা বিক্রি করতেন।
বাসস্ট্যান্ডে একটি ভাড়াটিয়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। দুর্ঘটনার দিন ছেলে-মেয়েরা কেউই বাসায় ছিলেন না। তাসলিমা বেগম একাই বাসায় ছিলেন।
পুলিশ ও প্রতিবেশীদের ধারণা- কেউ বাসায় ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে এবং বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। তবে কত টাকা বা কী পরিমাণ স্বর্ণালংকার ছিল তা সঠিক করে পরিবারের কেউ বলতে পারেননি।
ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।